সাহিত্য

মন ভালো নেই -শাহ আল ইমরান এর কবিতা

শাহ আল ইমরান এর কবিতা

Saidur Rahman

Saidur Rahman

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২৪ আপডেট : ২২ অক্টোবর, ২৪

মন ভালো নেই 

             -শাহ আল ইমরান 

আকাশের কোণে, নীলিমার অদূরে 

মেঘ জমেছে আজ; মন ভালো নেই। 

বিরহীনী ওই তটিনী, উত্তাল সাগর সবাই —

সবাই জানে, 

                 আজ আমার মন ভালো নেই। 

বিষাদ ছুঁয়েছে আজ,দূর পর্বতের গায়ে 

ঘাগড়া ফুলের চিকন পাপড়ি —

সেও জানে,

                 আজ আমার মন ভালো নেই। 

এতো অন্ধকার, হাজার মাইলের শূন্যতা, 

ওই জোনাকি, সকালের প্রজাপতি, দুপুরের ভোমর সবাই —

সবাই জানে, 

                 আজ আমার মন ভালো নেই। 

বিষাদের ছোঁয়ায় বিষাক্ত আমি, 

মনের ঈশানকোণ জুড়ে দুশ্চিন্তার মেঘ,

শুধু অন্ধকার, শুধু শূন্যতা;

এতোসব — শুধু আমার মন ভালো নেই বলে। 

নতুন বসন্তে প্রেম হলো, প্রেমিকাহীন!

আরেক শ্রাবণে প্রেমিকা এলো, প্রেমহীন! 

একী বিষন্নতা - একী যন্ত্রণা! 

ভালো নেই, 

                 আজ আমার মন ভালো নেই -

                           মন ভালো নেই! 

                         মন–ভালো নেই!!

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর