কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চাঁন্দের পাড়ায় চাঁদা না দেওয়ার জের ধরে অসহায় সৈয়দ করিমের দোকান জোরপূর্বক তালা লাগিয়ে দেন যুবলীগ নেতা রিফাত।
৭ই সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় তার পুর্ব চাহিদা মত চাঁদা দিতে না পারায় দোকান ঘরটি বন্ধ করে দেন মকবুল আহমেদ এর ছেলে রিফাত(৩০), ঐ সময় তার সাথে ছিল মৃত কালু মাঝির ছেলে ডাকাত আবু হেনা (৫০), জালাল অহমেদ এর ছেলে কলিম উল্লাহ কালু(৪০). সিদ্দিক আহম্মেদ এর ছেলে কালু(৫০), ফোরকান আহমেদ এর ছেলে ডাকাত সৈয়দ আকবর(৪০), মোঃ সেলিম(৩৮) সহ অচেনা ৭/৮ জন বহিরাগত সন্ত্রাস।ভুক্তভোগী সৈয়দ করিম জানান, রিফাত আওয়ামীলীগের প্রভাব কাঠিয়ে বিভিন্ন সময় এলাকায় জমি দখল, মানুষকে হুমকি দিয়ে চাঁদা আদায় সহ সব ধরনের অপরাদ করে যাচ্ছে, আওয়ামিলীগ সরকার চলে যাওয়ার পর কয়েকদিন আত্নগোপনে থাকলেও এখন এসে আবার পুর্বের ন্যায় তার অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় রিফাত আমার কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবী করেন, না দিলে আমার জমি দখল করে ফেলবে বলে হুমকি দেন। গতকাল শনিবার হটাৎ এসে আমার কাছ থেকে দাবীকৃত চাঁদার টাকা দিতে বলেন, আমি টাকা দিতে অপারগতা দেখাইলে আমার দোকান ঘরটি বন্ধ করে তালা লাগিয়ে দেন। আমি প্রশাসনের কাছে বিচার চাই, আমার দোকান ঘরটি ফেরত চাই, অপরাধীদের শাস্তি চাই।এই বিষয়ে অভিযুক্ত রিফাতের সাথে যোগাযোগ করা হলে রিফাত জানান, আমি কোন দোকানে তালা দিইনি, দোকানের জমিটি আমরা সৈয়দ করিমের ভাই ফজল করিম থেকে ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছি, এইটা তাদের পৈত্রিক সম্পত্তি, দোকান কে তালা লাগাইছে আমি জানিনা ঐ সময় আমি উপস্থিত ছিলাম না।
প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।