খেলা

নাগরপুরে সকল নাগরিক সুবিধা বেষ্টিত একটি মডেল ইউনিয়ন হবে ধুবড়িয়া - লেনিন

মোঃ আরিফুল ইসলাম

মোঃ আরিফুল ইসলাম

প্রকাশ : ০৭ আগস্ট, ২৩ আপডেট : ২২ অক্টোবর, ২৪

 টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া হবে একটি মডেল ইউনিয়ন এই প্রতিশ্রুতি জানিয়ে নাগরপুর প্রেসক্লাব সদস্য ও সুপার সপ স্বত্বাধিকারী ইউসুফ হোসেন লেনিন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ধুবড়িয়া ইউনিয়ন এখনো মডেল ইউনিয়ন হয়নি। এই এলাকায় সাবেক প্রতিমন্ত্রী, শিল্পপতি ও বড় ব্যবসায়ী থাকা সত্ত্বেও এখানে বিভিন্ন নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত। তিনি বলেন, সরাসরি প্রতিটি স্কুল, বাজার ও মসজিদ-মন্দির সংযোগ সড়ক ব্যবস্থার উন্নয়ন, সড়কে স্ট্রিট লাইট স্থাপন, ফুটপাত নির্মাণ, বাজারে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ মডেল ইউনিয়ন বাস্তবায়নের বিভিন্ন নাগরিক সুবিধা আজ পর্যন্ত প্রতিষ্ঠা হয়নি। সুতরাং এই ধুবড়িয়া ইউনিয়নকে উন্নত নাগরিক সুবিধা বেষ্টিত একটি স্মার্ট মডেল ইউনিয়ন গড়ে তুলতে আমি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি।

রবিবার (৬ আগস্ট) বিকালে ধুবড়িয়া ইউনিয়নে চকগদাধর যুব সংঘ স্পোর্টিং ক্লাব আয়োজিত কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে এক ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদের সংবাদ নাগরপুর ফেইসবুক পেইজের স্বনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর লেনিন বলেন, ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মরহুম চাঁন মিয়া আমার দাদা, তার হাতেই পুরো ইউনিয়নে উন্নয়নের যাত্রা শুরু হয়েছিলো। এরই ধারাবাহিকতায় এলাকাবাসীকে দাদা'র দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি, যেসব তিনি বাস্তবায়ন করে যেতে পারে নাই, আমি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এলাকায় এসেছি। অতএব, ধুবড়িয়া হবে একটি স্মার্ট মডেল ইউনিয়ন পরিষদ, ইনশা'আল্লাহ।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর