সারাদেশ

খানসামায় উৎপাদিত কারুপণ্যের সুনাম বিশ্ববাজারে

শেখ নেছারুল ইসলাম

শেখ নেছারুল ইসলাম

প্রকাশ : ২৭ জুলাই, ২৩ আপডেট : ২১ নভেম্বর, ২৪

দিনাজপুরের খানসামা উপজেলায় তৈরি হচ্ছে কারুপণ্য যার সুনাম রয়েছে বিশ্ববাজারে। কাঁচামাল সংগ্রহ করে গ্রামের নারীদের দিয়ে এসব পণ্য তৈরি করছেন সফল উদ্যোক্তা  ইঞ্জিনিয়ার কাইদুজ্জামান। নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন রংজুট বিডি নামের এই প্রতিষ্ঠান। যেখানে কাজ করে প্রায় এক হাজার নারী। উৎপাদিত পণ্য রপ্তানি হয় বিশ্ববাজারে। পণ্যের গুনগত মান ভাল হওয়ায় বেশ চাহিদা ও সুনাম রয়েছে রঙজুট বিডি এর। 

হোগলা বাস্কেট, রাক্স, ফ্লোর ম্যাট, পাপোশ, ডোর ম্যাট সহ বিভিন্ন পণ্য উৎপাদন করছেন তিনি । এছাড়াও প্রশিক্ষণের মাধ্যমে আরও নতুন কর্মি তৈরি করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্ট করে নিম্ন আয়ের মানুষের জীবিকার মান উন্নয়নে ভূমিকা রাখছেন তিনি। 

স্থানীয়া বলেন, গ্রামের নারীরা অবসর সময়ে এই কাজ গুলো করতে পারেন । ফলে অর্থনৈতিক ভাবে সচ্ছল হচ্ছেন তারা।

ইঞ্জিনিয়ার কাইদুজ্জামান বলেন, দীর্ঘদিন থেকে আমি কারুপণ্য নিয়ে কাজ করে আসছি। তবে বিভিন্ন সময় নানান ধরনের সমস্যায় পড়লেও উপজেলা প্রশাসন থেকে কোন সারা পাইনি ।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর