সিংড়ার আয়েশ আলিম মাদ্রাসার আয়োজনে অভিভাবক সমাবেশ
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
শিক্ষার সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে নাটোরের সিংড়ার আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার উদ্যোগে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষানুরাগী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে মাদ্রাসা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ বাবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচীব দাউদার মাহমুদ। সমাবেশে বক্তব্য দেন প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও ডাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এম. আবুল কালাম, ডাহিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ইব্রাহিম খলিল, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আলাউদ্দিন আকন্দ, অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম, ইংরেজী প্রভাষক মোঃ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক(আইসিটি) নওশাদ আলী, প্রতিষ্ঠানের সাবেক ছাত্র ও শালমারা দাখিল মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মোঃ শহিদুল ইসলাম, অভিভাবক আব্দুল খালেক, শহিদুল ইসলাম, নাজমুল ইসলাম প্রমূখ।
এসময় ডাহিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল হাসান সহ শির্ক্ষাথী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন ও অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলামকে মাদ্রাসা পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী শিক্ষক মোঃ শাহা আলমকে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসাবে প্রাপ্ত ক্রেস তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দাউদার মাহমুদ।
প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।