সময় টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান সাংবাদিক রতন সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সোয়া ১২টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে বৃহস্পতিবার সকালে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও আন্দোলনের প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় এসেছিলেন। বিকালে রংপুর ফিরে আসেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সোয়া ১২টার দিকে তিনি চিকিৎসাধিন অবস্থায় মারা যান।
রতন সরকার নীলফামারী শহরের প্রগতি পাড়ায় জন্মগ্রহণ করেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। পেশাগত জীবনে রতন সরকার ১৯৯০ সালে নীলফামারী থেকে প্রকাশিত নীলসাগর পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা পেশায় যুক্ত হন।
১৯৯৪ সালে নীলফামারী থেকে প্রকাশিত সাপ্তাহিক নীলসাগর পত্রিকায় ষ্টাফ রিপোর্টার হিসেবে তার সাংবাদিকতা শুরু। এরপর তিনি দৈনিক করতোয়া পত্রিকার নীলফামারী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এরপর রংপুর থেকে প্রকাশিত দৈনিক পরিবেশ, বিজলী, দাবানল ও সংবাদের নীলফামারী প্রতিনিধি হিসেবে কাজ করেন। পরে তিনি এটিএন বাংলার নীলফামারী প্রতিনিধি হিসেবে যোগ দেন। কর্মদক্ষতার গুনে নিউজ চ্যানেল সিএসবিতে বগুড়ায় দায়িত্ব পালন করেন। এরপর সিএসবি বন্ধ হয়ে গেলে আবারও এটিএন নিউজে রংপুর প্রতিনিধি হিসেবে যোগ দেন। এরপর সময় টেলিভিশনের রংপুরের দায়িত্ব পান। তার কর্মক্ষমতা দক্ষতার গুনে তিনি রংপুর ব্যুরো প্রধানের দায়িত্ব পান। মৃত্যুর আগ পর্যন্ত ওই পদে কর্মরত ছিলেন। টেলিভিশনে স্ক্রীপ লেখা লাইভ কাভারেজে অত্যান্ত দক্ষ। এ ছাড়া অনেক অনুসন্ধানী প্রতিবেদন করে তিনি দেশব্যাপী ব্যাপক সুনাম অর্জন করেন।
প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।