কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী থানা পুলিশের এক মাদকবিরোধী অভিযানে মোঃ ইয়াছিন (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ জুন দুপুর) ০১:৩৫ মিনিটের সময় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বাস স্ট্যান্ড এলাকায় মাদক দ্রব্য গাঁজা বিক্রয় করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ০৪ কেজি গাঁজা পাওয়া যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ ইয়াছিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারী উওর পাড়া এলাকার মোঃ জুলহাস মিয়া ও মোসাম্মৎ মারুফা বেগমের ছেলে।
পুলিশ জানায় শনিবার (২৪ জুন) কটিয়াদী মডেল থানা পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্র) মোঃ দুলাল মিয়া, সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এবং মাদক ব্যবসায়ীর নিজ হাতে বের করে দেওয়া ০৪ কেজি গাঁজা উদ্ধারপূর্বক দুপুর ০১:৩৫ মিনিটের সময় জব্দ করে।
এ বিষয়ে পুলিশ সংবাদ মাধ্যম কে জানায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী পুলিশের প্রাথমিক জিজ্ঞাসা বাদে পুলিশকে জানায় তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয় করে এনে কটিয়াদী উপজেলা ও আশেপাশের এলাকা গুলোতে বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে
প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।