জাতীয়

আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে তদারকি

মোঃ রুবেল ইসলাম

মোঃ রুবেল ইসলাম

প্রকাশ : ২২ মার্চ, ২৩ আপডেট : ২২ অক্টোবর, ২৪



তদারকিকালে মাছ, মুরগি, চাল ও মুদি দোকানসহ নিত্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। তদারকিতে দেখা যায় ছোলা ও মুশুরির ডালের দাম নিম্মমূখী এবং অন্যান্য পণ্যের মূল্য স্থিতিশীল রয়েছে। ব্রয়লারের মুরগির দামের ক্ষেত্রে কোন অসঙ্গতি আছে কিনা তা যাচাইয়ে মুরগির ক্রয় ভাউচার দেখে যে দোকান থেকে ক্রয় করা হয়েছে সে দোকানে তাৎক্ষণিক তদারকির জন্য অধিদপ্তরের মহাপরিচালক অপর একটি টিমকে নির্দেশনা দেন। রমজানে কোনভাবেই যেন ব্রয়লারের মুরগির দাম না বাড়ে সে বিষয়ে সতর্ক করা হয়। ‘পণ্য কিনি প্রয়োজনে, মূল্য রাখি নিয়ন্ত্রণে’ এমন জনসচেতনতামূলক বার্তা দিয়ে ব্যবসায়ীদের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে এফবিসিসিআই ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সহ সকল বাজার কমিটি যৌথভাবে কাজ করবে।

ব্রিফিং এর আলোচনায় অধিদপ্তরের মহাপরিচালক বলেন, রমজানে যে যে কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পায় সে সকল বিষয় অনুসন্ধান করে শুরু থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে এই বাজার তদারকি কার্যক্রম। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে এবং দাম বৃদ্ধির কোন সম্ভাবনা নেই বিধায় ভোক্তাদের আতংকিত হওয়ার কোন কারণ নেই।ভোক্তাদের প্রয়োজনমত পণ্য ক্রয় করতে এবং একসাথে পুরো রমজানের জন্য পণ্য কিনে বাজার অস্থিতিশীল করা থেকে বিরত থাকার অনুরোধ করেন। কোন অযৌক্তিক লাভ করার আশায় কেউ মূল্য বৃদ্ধি করলে বা অবৈধ মজুদ করে বাজার অস্থিতিশীল করলে তার দায় সংশ্লিষ্ট বাজার কমিটিকে নিতে হবে এবং সেই বাজার কমিটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্থিতিশীল রাখতে সকলের সম্মিলিতভাবে সমন্বয় করে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে ব্রিফিং শেষ করেন।  

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর