জাতীয়

নাগরপুরে অসচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের বীরনিবাস উদ্বোধন।

মোঃ আরিফুল ইসলাম

মোঃ আরিফুল ইসলাম

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২৩ আপডেট : ২২ অক্টোবর, ২৪

 টাঙ্গাইল নাগরপুরে উপজেলায় অসচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের উপজেলা ১৮ টি বীর নিবাস উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চাবি হস্তান্তর করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা পরিষদের (মহিলা) ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা সহকারী প্রোগ্রামার হাবিবুর রহমান, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী , বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন ছানা, অসচ্ছল মুক্তিযোদ্ধাগন, নাগরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু-বকর সিদ্দীকি বলেন, ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপজেলার ১২ টি ইউনিয়নে ৫৪টি বীর নিবাস মধ্যে ১৮টি হস্তান্তর করা হয়েছে ও ৩৬টি নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রতিটি ঘরের আয়তন ৭৩২ বর্গফুট। প্রতিটি একতলা ঘরের নির্মাণের প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা। এ বিষয়ে ইউএনও মোঃ ওয়াহিদুজ্জামান জানান, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রী অসচ্ছল মুক্তিযোদ্ধাদের কথা ভেবে তাদের জন্য পাকা ঘর নির্মাণ প্রকল্প গ্রহণ করেছেন।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর