জাতীয়

খানসামায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মাসুদ রানা

মাসুদ রানা

প্রকাশ : ১৪ ডিসেম্বর, ২২ আপডেট : ২২ অক্টোবর, ২৪

 দিনাজপুরের খানসামায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

১৪ ডিসেম্বর (বুধবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি যথাযোগ্য মর্যাদায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকগণ।

এর আগে খানসামার শহীদ বুদ্ধিজীবী অমিয় কুমার গুহ এর সমাধি স্থলে ইছামতী নদীর পাশে অসংরক্ষিত বধ্যভুমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খানসামা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, খানসামা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এরশাদ  জামান, অত্র কলেজের শিক্ষক কর্মচারীসহ এলাকাবাসী।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর