জাতীয়

সাদা সোনা রোপনে ব্যস্ত খানসামার কৃষকরা

ফারুক আহমেদ

ফারুক আহমেদ

প্রকাশ : ২৩ নভেম্বর, ২২ আপডেট : ২২ অক্টোবর, ২৪

দিনাজপুরের খানসামায় আগাম (সাদা সোনা) রসুন রোপণ শুরু হয়েছে। বর্তমানে কৃষকরা(সাদা সোনা) রসুন আবাদে ব্যস্ত সময় পার করছেন।


উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ৩১৫০ হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর উৎপাদিত রসুনের ভালো দাম না পেলেও এ বছর ভালো ফলনের আশায় কৃষকরা রসুন চাষে ঝুঁকছেন। সেচ ও সারের পর্যাপ্ত সরবরাহ এবং অনুকূল আবহাওয়া বিরাজ করায় এবার উপজেলায় রসুনের ভালো ফলনের আশা করছেন কৃষি বিভাগ।


কৃষকরা জানান, ভালো লাভের আশায় অনেকে জমি বর্গা নিয়ে রসুন চাষ করেছেন। গত দুই বছর আগে যেখানে রসুন প্রতি মণের দাম ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ টাকা করে ছিল। সেখানে গত বছর ৪৫০০- ৫০০০ টাকা দরে বিক্রি হয়েছে। 


আগ্রা গ্রামের কৃষক আমিন জানান, এক বিঘা (৫০ শতক) জমিতে রসুন লাগাতে বীজ ১২ হাজার, জমি তৈরিতে ৩ হাজার ২০০ টাকা, শ্রমিক ৪ হাজার ৫০০ টাকা, সার ১০ হাজার টাকা, নিড়ানি ২ হাজার টাকা ও ৪ হাজার টাকা উত্তোলন ৩ হাজার টাকা লাগে। সব মিলে ৪০ হাজার টাকা খরচ হয়।


উপজেলার খামার গ্রামের রসুনচাষি ইয়াকুব আলী জানান, রসুনের দাম না পেলেও এ বছর অনেক আশা নিয়ে এক একর জমিতে রসুন লাগাচ্ছি। এ বছর রসুনের ভালো ফলন হওয়ার স্বপ্ন দেখছি।


উপজেলার সবচেয়ে বেশি রোপন হয় গুলিয়ারা গ্রামে, এছাড়াও আগ্রা, সাহাপাড়া, খলিল হাজী পাড়া, রামনগর, চাকিনিয়া, দেলুগাঁও, মারগাঁও, পাঠান পাড়াসহ উপজেলার বিভিন্ন অঞ্চলে।


গ্রামের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরে ভালো দাম পাওয়ায় এ বছরও উপজেলার কৃষকরা ব্যাপক হারে এবং গত বছরের তুলনায় এ বছর বেশি রসুন আবাদ বেশি হবে বলে আশা করা হচ্ছে।


কৃষি কর্মকর্তা বাসুদেব জানান, বর্তমানে উপজেলার কৃষকদের কাছে রসুন প্রধান অর্থকরী ফসল হয়ে উঠেছে। এছাড়া এখন পর্যন্ত আবহাওয়া ভালো আছে। তাই এবার রসুনের ভালো ফলন হবে বলে আশা করছি। এরিপোর্ট লেখা পর্যন্ত ৩৫০ হেক্টর জমিতে রসুন রোপন করা হয়েছে।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর