সারাদেশ

খানসামায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ পালিত

শেখ নেছারুল ইসলাম

শেখ নেছারুল ইসলাম

প্রকাশ : ২৫ জুলাই, ২৩ আপডেট : ০৩ ডিসেম্বর, ২৪

নিরাপদ মাছে ভরবো দেশ গরবো স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে ন্যায় দিনাজপুরের খানসামায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলার আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং র‍্যালীর আয়োজন করা হয় 

উপজেলা নির্বাহী অফিসার তাজ উদ্দিনের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত৷ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

নবাগত উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আখতারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এ সময় উপস্থিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, ওসি চিত্ত রঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ মৎস্য চাষীগণ।

এসময় খনসামা উপজেলার সফল মৎস্যচাষি উদ্যোক্তা পুরস্কারপ্রাপ্ত মোস্তাওফিক আহমেদ শামীম বলেন, প্রান্তিক মৎস্যচাষি মৎস্য খাতে বেশ অবদান রাখলেও বিভিন্ন বিষয়ে তারা পিছিয়ে আছে৷ সেই বিষয়গুলো চিহ্নিত করে পদক্ষেপ গ্রহন করতে হবে।

অনুষ্ঠান শেষে উপজেলার সফল মৎস্যজীবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । 

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর