সারাদেশ

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষিত: ঝালকাঠিতে ৩ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর, ২৩ আপডেট : ২১ নভেম্বর, ২৪

ঝালকাঠি নলছিটি উপজেলায় সুগন্ধা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে  তিন জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ অক্টোবর) সকালে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এ কারাদণ্ডের আদেশ দেন।

সাজাপ্রাপ্ত তিন জেলে হলেন—উপজেলার গোয়ালকাঠি এলাকার মৃত আশ্রাফ আলী খন্দকারের ছেলে শহিদ খন্দকার (৪০) গৌরিপাশা এলাকার মৃত মৃত ছোবান আকনের ছেলে সোহরাব আকন (৩২) ও আজিজ হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৯)।

ইউএনও মো.নজরুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই তিন জেলেকে মৎস্য সংরক্ষণ আইনে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, ইলিশ সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত আছে। এ নিয়ে জেলায় মোট ১২ জন জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর