সলেয়া
টি এইচ বকুল
চিতর হয়া সলেয়া গিনা
তততরাছে বায়,
তিত্তিরানি মইছে এইবার
জিউটা যে তার যায়।
ক্যামুন ঠ্যালা বুঝেক এ্যালা
যেইঠে সেইঠে চাখিস,
যমের বাড়িত যা তুই
ঐঠে ভালো থাকিস।
একে হামার দিন যায়না
খাছি মারের ডাইল,
ওয় আসিয়া শুটকা গিনা
শুটুত করি খাইল।
কি হবে কাইল কায় জানে
ছিল এ্যাকনা শুটকা,
ভত্তা করি খাবার চাইনু
সলেয়া দিল ঝটকা।
আখ হয়া তায় আইন্নু বিষ
দিনু মুড়ির সাথোত,
আইতোতে ওয় খায়া জম্মের
নিন পারেছে পাতোত।
কি কর আর, জ্বালাছে যে
হাগি কচ্ছে সারা,
আন্ধঘরোত ছ্যাড়াব্যারা
থালি ভারা খরা।
এইটা কাটে সেইটা কাটে
কাটে লুঙ্গি শাড়ী,
মনটা কছে ওরে জ্বালাত
থুইয়া পালাও বাড়ি।
পিঠার ধানও ছিল এ্যাকনা
করি থুইছে তুষ,
তুষ দেখিয়া হারেয়া গেইল
চান্নাউ করি হুশ।
চালের বাতাত গুঁঞ্জা ছিলো
একশো টাকার নোট,
ঐঠে গিনাও কাটি থুইছে
টাকার বাড়া ঠোঁট।
ঝুলা ছিল শিকিয়া গিনাত
পুঁটি মাছের ভাজি,
শিকিয়া কাটি খাইছে মাছ
মরার সলেয়া পাজি।
কাটি থছে কারেন্টের তার
কত্থন কি যে হয়,
এ্যাইল্লা কাণ্ড দেখিয়া ওর
মোখ নাগেছে ভয়।
তোমরায় কও এ্যাইল্লা জ্বালা
কারবা দেহা সয়।
সেইবাদে তো বাইধ্য হয়া
ওক করিনু লয়।
রচনাকালঃ ৩০-১০-২০২৩ ইং
স্থানঃ ২১শে ষ্টুডিও
প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।