সাহিত্য

হাঁফশি গেইছে দুনিয়াটা : টি এইচ বকুল

বৃহত্তর রংপুর অঞ্চলের আঞ্চলিক একটি কবিতা।

টি এইচ বকুল

টি এইচ বকুল

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২৩ আপডেট : ২২ অক্টোবর, ২৪

হাঁফশি গেইছে দুনিয়াটা

দুনিয়াটা হাঁফশি গেইছে

আর ট্যাকেনা বায়,

হামার গিলার অইত্যাচারত

তার যে জীবন যায়।

নিকাশ গিনাও নাদেই নিবার

গাছ কাঁটিয়া শ্যাষ,

দালান গিলা চক চকাছে

এ্যালা সারা দ্যাশ।

মারামারি হানাহানি

এ্যারে বুকত যত,

এ্যারে খুলিত অনাবত্ত

কচ্ছি খালি ক্ষত।

এ্যারে ভিটাত ফুটাছি বোম

কচ্ছি মাটি তামা,

এ্যারে মাটিত ভক্তি দিয়া

জ্বালাই আবার শামা।

বড় বড় চুলা গিলাত

এ্যারে মাটি পুড়ে,

এ্যারে খড়ি কয়লা গিলার

ছাই গিলা যে উড়ে।

ধোঁয়া দিয়া ছায়া দেছি

তার যে সারা গাও,

মানসি দ্যাখা ধুইয়া দেছি

মিছায় খালি পাও।

বিষ ছিটাছি নাখে মুখে

কায় মরেছে মরুক,

মুই বাঁচিলে বাপের নাম

আপন আস্তা ধরুক।

হাত বাঁন্ধেছি পাও বাঁন্ধেছি

ওর যে নদী নালার,

দোধারিয়া করাত দিয়া

ভাগ করেছি গালার।

ওরে ত্যালে পখির ড্যানাত

যুদ্ধ করিছি,

বসি থাকি সুইচ টিপিয়া

জীব যে মারিছি।

ওরে খায়া ওরে পিন্ধি

ওরে তুলি ছাল,

ওরে মাথাত ফেলে দেছি

ভাদরিয়া তাল।

ওরে কোলাত হাগি দেছি

ওরে কোলাত মুতি,

ওরে কোলাত নিন পাড়িছি

আরাম করি শুতি।

ওরে বায়ু ওরে জলত

জীবন বাছাছি,

ওরে আবার বুকের তলত

তবলাও বাজাছি।

এ্যাইল্লা কাণ্ড দেখি হামার

দুনিয়া হইছে অবাক,

কয়া দিছে পারিবে না

উভিবার আর হামাক।

এ্যাইল্লা চিন্তা করিয়া মুই

দিশা গেইনু ভুলি,

এই যে হামার বোঝ গিলার

উভাবে কুন কুলি।

হামার খালি চালত আঠা

ধর্ম জাতে পাতে,

দুনিয়াটা বেজার হইলে

মরিবেন তো সাতে।

যে এ্যাগনা জীবন হামার

কিসের এতো ভাও?

মরিমোনা বোধায় হামরা

যম আসিলে তাও?

যে দেহার দেহা এইনা

জ্বর আসিলে নাই,

তাকে নিয়া নাচন কুদ্ধন

আর করেছেন বড়াই?

হামরা একদিন ঠিকেই যামো

এই দুনিয়া ছাড়ি,

যায় থাকিবে তার ক্যানে ভাই

ভাঙ্গি দিমো বাড়ি?

দুনিয়াটা থাউক ক্যানে বায়

ওর মতন অয় করি,

ক্যানে হামরা জোর করিয়া

বাঁন্ধি ওকে ধরি।

অহো বাঁচুক হামরাও বাঁচি

চলি নিজের মতন,

অয়ো হামাক ভালোবাসুক

হামরাও করি যতন।

রচনাকালঃ ২৯-০৮-২০২৩ ইং 

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর