শিক্ষাঙ্গন

নীলফামারীর জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের বৰ্ধিত কক্ষের উদ্বোধন

নীলফামারীর জলঢাকায় প্ৰাথমিক বিদ্যালয়ের বৰ্ধিতকক্ষের উদ্বোধন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট, ২৩ আপডেট : ২১ নভেম্বর, ২৪

 মঙ্গলবার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বেরুবন্দ গ্রামে উত্তর বেরুবন্দ সরকারী প্ৰাথমিক বিদ্যালয়ের বর্ধিত কক্ষের শুভ উদ্বোধন করেন নীলফামারী ৩ আসনের মানণীয় সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল (অব) মেজর, এসময় উপস্থিত ছিলেন, জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মান্নান, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুয়ারা বেগম সহ অন্যন্যরা। এই বৰ্ধিতকক্ষের উদ্ভবনে উক্ত বিদ্যালয়ের মোট ২৩৭ জন ছাত্রছাত্রীর আংশিক ছাত্র /ছাত্রীর পাঠদান ও বিদ্যলয়ের নানাবিধ কাজে ব্যবহার করা যাবে এই কক্ষের দুইটি রুম।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর