শিক্ষাঙ্গন

নাগরপুরে মেগা প্রকল্প টিটিসি'র ১ম কোর্স উদ্বোধনে এমপি টিটু

মোঃ আরিফুল ইসলাম

মোঃ আরিফুল ইসলাম

প্রকাশ : ১০ জুলাই, ২৩ আপডেট : ২১ নভেম্বর, ২৪

টাঙ্গাইলের নাগরপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ১ম ব্যাচের কোর্স উদ্বোধন করেছেন টাঙ্গাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। এতে অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন এমপি'র সহধর্মিণী আরিয়া ইসলাম। সোমবার (১০ জুলাই) উপজেলার সহবতপুর ইউনিয়নে টিটিসি অডিটোরিয়াম ভবনে 'মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনট্যানেন্স' কোর্সের ১ম ব্যাচের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।


নাগরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. আফছার উদ্দিন ভূঁইয়া'র সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির এর সঞ্চালনায় উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এস এম এহসানুল হক সুমন, উপজেলা আ. লীগ সভাপতি মো. ফজলুল হক, নাগরপুর উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম খান অপু, মহিলা অনার্স কলেজ প্রিন্সিপাল আনিসুর রহমান, যদুনাথ সরকারি স্কুল এন্ড কলেজ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.শফিকুল ইসলাম (সবুজ) সহ দুই উপজেলার আ.লীগ সম্পাদক মন্ডলীর সদস্য বৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ ও ইউনিয়ন আ. লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সম্পাদক ও নেতাকর্মী বৃন্দরা।


উল্লেখ্য, নাগরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পর্যায়ক্রমে কম্পিউটার, ইলেকট্রিক্যাল, আর্কিটেকচার, মেশিন টুলস অপারেশন, ইংরেজি ভাষা শিক্ষা, গার্মেন্টস ট্রেড সহ বিভিন্ন কোর্স চালু হবে। বর্তমানে এখানে বিভিন্ন স্থাপনার মধ্যে একাডেমিক ভবন, ডরমেটরি ও অধ্যক্ষ কোয়ার্টার রয়েছে।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর