শিক্ষাঙ্গন

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন, ২৩ আপডেট : ২২ অক্টোবর, ২৪

(চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপ আবারও সংঘর্ষে জড়িয়েছে। বৃহস্পতিবার (১ জুন) দুপুর দেড়টা থেকে শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপ সিএফসি আর সিক্সটি নাইনের মধ্যেেএই সংঘর্ষ শুরু হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (পৌনে ৩টা) দুই গ্রুপের কর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। উপগ্রুপ সিএফসি শাহ আমানত হল এবং সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা শাহজালাল হলে অবস্থান নিয়েছেন। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্রের (দা, লাঠি) পাশাপাশি ইট ছুড়তে দেখা যায়।

জানা যায়, গতকাল রাতে হোটেলে খাবার খেতে গিয়ে দুই পক্ষের দুই কর্মীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম শিকদার বলেন, আমরা মাঠে আছি। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করছি।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর