সাহিত্য

বুক ফাটে তাও মুখ ফুটেনা : টি এইচ বকুল

টি এইচ বকুল

টি এইচ বকুল

প্রকাশ : ০৭ মে, ২৩ আপডেট : ২২ অক্টোবর, ২৪

তোমাক কতো ভালোবাসো,

ক্যাঙকরিয়া কও,

মনের কাথা মনোত মুই'যে,

বুকোত চাপে থও।

তোমরা হইলেন পুরুষ মানুষ,

ভাঙা তোমার মুখ,

কবার পারেন হিড়িশ করি,

মনের সুখ আর দুখ।

মুই যে হইনু অবলা জাত

বুক ফাটিয়া যায়,

তাহো যে মোর মুখ ফুটেনা

দুঃখ বুঝে কায়?

হাউস যে করে তোমার গোরত

এ্যাগনা বসি থাকো,

দুইটা চৌখে সোনার বদন

জিউ ভরিয়া দ্যাখো।

সারাটা দিন কও যে কাথা

মনটা খালি চায়,

এ্যাগনা দেখা পাইলে তোমার

কইলজা শান্তি পায়।

আরও কতো স্বপন মনোত

বাঁন্ধিয়া যে বাসা,

তোমার সাতোত ঘর করিবার

এই জনমের আশা।

এই যে এতো তোমাক দেখি

উতাল পাতাল হও,

এ্যাগনাও কি পাননা বুঝা?

সত্যি করি কও?

আসলে, তামেল্লায় বুঝেন,

করেন খালি ঢং,

হামার মনোত আগুন জ্বলে

তোমার মনোত অং।

তোমার এইল্লা কান্ড দেখি

আক উঠেছে মোর,

ভাবিছিনু সাউধ তোমরা,

কিন্তু তোমরায় চোর।

না দেখিবার ভান করিয়া

বগল দিয়া যান,

যদি ডাকাও তখন তোমার

বারিয়া যায় যে মান।

এতো মান ভালো নোহায়

আরও দিন আছে,

এমুনোত হবার পারে

ঘুরিবেন মোর পাছে।

তোমাক মুই ভালোবাসো

মানুষ তোমরা ভালো,

গাওগিনায় কালা খালি

ভিতর তোমার আলো।

এই আলোর কাথা মনে করি

ভাসিল তোমার কাথা,

স্বপ্নে তোমার আলোর সাঁতাও

ম্যালেয়া ধইন্যো ছাতা।

এখন কিন্তু মনটা কছে

কুটো ঢেঁকিত আটা,

তোমার জইন্যে সিদল দিয়া

মাছ আন্ধো বাটা।

মনটা কছে বানেয়া খিলাও

তেলুয়া মিঠাই পিঠা,

তোমার হাসিত ঝরেছে যে

তাল মিছরি মিঠা।

বুক ফাটে তাও মুখ ফুটেনা

এমুনে নারীর জাত,

হামার মতোন নারী গিলায়

লইজ্জা বতীর পাত।

রচনাকালঃ ০৯-৩-২০২১ ইং

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর