সাহিত্য

চাঁদের হাসি শিশুর হাসি

আল জাবির আহমেদ

আল জাবির আহমেদ

আল জাবির আহমেদ

প্রকাশ : ১৫ এপ্রিল, ২৩ আপডেট : ০৩ ডিসেম্বর, ২৪

চাদের হাসি শিশুর হাসি

আল জাবির আহমেদ

খোকার দলে দল বেঁধেছে 

সন্ধা ক্ষণে

গগন পানে চোখ তুলে চায়

কিসের টানে ।

দিচ্ছে উঁকি গগন কোনে 

চাঁদের হাসি

শিশুর প্রাণে ফুটন্ত প্রায়

সুখের রাশি।

পাড়ার উঠোন তুলছে মাথায়

খোকার দলে

আজকে রোজা, আজকে রোজা

ইহাই বলে।

প্রস্তুতিটা নিচ্ছে সবাই 

পাঞ্জাবি গায় 

পড়তে নামাজ ছুটছে খোকা  

মসজিদে যায় ।

এইতো তারা ঝুঁকছে মাথা

প্রভুর শানে

রমজান এলো আনন্দ তাই

প্রাণে প্রাণে।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর