সাহিত্য

আমার গাঁয়ের মায়া : টি এইচ বকুল

টি এইচ বকুল

টি এইচ বকুল

প্রকাশ : ২৭ মার্চ, ২৩ আপডেট : ২২ অক্টোবর, ২৪

আমার গাঁয়ের মায়া

টি এইচ বকুল 

এইযে দেখ চোখ জুড়ানো

আমার গাঁয়ের বিল,

শান্ত জলের প্রান্ত জুড়ে

আসমানি তার নীল।

কচি সবুজ পাতায় পাতায়

ঝুমকো সোনাই ফুল,

নীলা আকাশে থোকায় থোকায়

ঝুলছে মেঘের দুল।

ঐ যে দূরে দাঁড়িয়ে আছে

তাল সুপারির গাছ,

সবুজ ঘেরা গ্রামটা যে ভাই

চোখ জুড়ানো সাজ।

কি মায়াময় গাঁয়ের বাঁধন

মন যে সুতোয় গাঁথা,

বিলের ধারে সোনা ব্যাঙের

মিষ্টি যে তার ছাতা।

মিষ্টি সবুজ কচুরিপানা

বিলের কিণার ঘেঁসে,

তার-ই ফাঁকে শাপলা ফুটে

দুলছে যেন হেসে।

পিচঢালা পথ শহরমুখী

ছবির মতো আঁকা,

ময়নামতি বিলটা যে গো

ধনুর মতো বাঁকা।

হারাণ মাঝির ডিঙি যে নাও

নিত্য জলে ভাসা,

ঠাঁয় দাঁড়িয়ে ধরবে যে মাছ

কানা বগির আশা।

পথের ধারে বিলের উপর

ছোট্ট মুদিখানা,

পাশেই যে তার সাঁতার কাটে

বালি হাঁসের ছানা।

কলকলিয়ে ছোট্ট নদী

চলে ভাটির দেশে,

গাঁয়ের বধু ঘোমটা মাথায়

যায় যে লাজুক বেশে।

এটাই হলো আমার গাঁয়ের

স্বর্গীয় এক মায়া,

গাঁয়ের লোকের মাথার উপর

শীতল পরশ ছায়া।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর