সাহিত্য

দিলরুবা এখন সিলেট বইমেলায়

প্রকাশের আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব‍্যাপক আলোচিত ছিল দিলরুবা, যা মূলত প্রেমের কবিতা।

পারভেজ হুসেন তালুকদার

পারভেজ হুসেন তালুকদার

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২৩ আপডেট : ২২ অক্টোবর, ২৪

সিলেটের সুপরিচিত তরুণ ছড়াকার নাঈমুল ইসলাম গুলজারের কবিতার বই "দিলরুবা" পাওয়া যাচ্ছে পাপড়ির স্টলে। শুভ্র আবিরের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে সিলেটের সুনামধন‍্য জাতীয় অঙ্গনের সৃজনশীল প্রকাশনা সংস্থা পাপড়ি প্রকাশ। প্রকাশের আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব‍্যাপক আলোচিত ছিল দিলরুবা, যা মূলত প্রেমের কবিতা। এর আগে প্রকাশ হয় নাঈমুল ইসলাম গুলজারের ছড়ার বই ঘুমপাড়ানি মাসি পিসি, তিনি এই বইটির জন্যই পাপড়ি-করামত আলী পান্ডুলিপি পুরস্কার-২০২০ পান।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর