শিক্ষাঙ্গন

স্কুল ছাত্রী নির্যাতনের শিকার, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

মাসুদ রানা

মাসুদ রানা

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২৩ আপডেট : ২২ অক্টোবর, ২৪

স্কুল ছাত্রী নির্যাতনের শিকার, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন, শিক্ষার্থী, অভিভাবক ও সামাজিক সংগঠনের কর্মীসহ ঐ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক।

দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ৪২নং মধ্য আঙ্গারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম(মাহামুদ) বিরুদ্ধে অসৎ চরিতার্থের নিমিত্তে ছাত্রীদের উত্ত্যক্ত ও পাঠদানের অজুহাতে বিভিন্ন অছিলায় ছাত্রীদেরকে তার ভিডিও মোবাইলের মাধ্যমে অশ্লীল ছবি দেখায় ও ছাত্রীদের গায়ে হাতসহ অভিযোগ। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২৩/০১/২০২৩ইং তারিখ রোজ সোমবার অনুমান দুপুর ১২.০০ ঘটিকায় আমরা উক্ত বিদ্যালয়ে যাই এবং অত্র বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকল ব্যক্তিদের নিকট বিচার দেই। কিন্তু দুঃশ্চরিত্র শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন এবং মোবাইলেও কথা বলতে চাইলেও মোবাইলটি বন্ধ পাওয়া যায়। পরে গত ২৫/০১/২০২৩ ইং তারিখে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন অভিভাবকরা।

বুধবার (১ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা'র কার্যালয়ে গণ শুনানির পর বিকেলে খানসামা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন।

ভূমিহীন সংগঠনের মাহাবুবুর রহমান ও ফাহিম জানায়,সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম বিগত দিনে ,  ছাত্রীদের সাথে অশালীন আচরণ, অহেতুক কিলঘুসি, ও যৌন ইঙ্গিতসহ মোবাইলে পর্নোগ্রাফি ভিডিও দেখানো সহ নানান রকম অসামাজিক কাজ করে আসছে।
তাদের দাবি অবিলম্বে এই ঘটনার বিচার না করা হলে কঠোর আন্দোলনে ডাক দেবেন তারা।

এই সময় যৌন নিপীড়নের শিকার শাপলা (ছদ্মনাম) বলেন, স্কুলে  সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম আমার শরীরে নানা স্থানে হাত দেয় আমাকে মোবাইলে ভিডিও অশ্লীল ভিডিও দেখায় এবং এই কথাগুলো বাড়িতে যেন না বলি সেই কারণে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছে এই মুহুর্তে আমি নিরাপত্তা হীনতায় ভুগছি।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর