ভুল সবি ভুল
আল জাবির আহমেদ
ভাবিয়াছি হবে তুমি
মন্ত্রনা মোর
হাসি রবে সুখ হবে
যন্ত্রনা দুর।
ভাবিয়াছি ঢাল হবে
জীবনের রণে
টগবগে ফুল হবে
রসায়িত মনে।
ভাবিয়াছি প্রীতি হয়ে
রবে মোর গীতে
সাহস যোগাবে মোর
আদর্শ নীতে।
ভাবিয়াছি তুমি মোর
অকূলের কূল
ঘাতকের ধ্বংশনে
হলো সবি ভুল ।
প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।