সাহিত্য

শব্দ কোনো বাঁধা নয়

মোঃ মনির সরদার

সাহিত্য ডেস্ক

সাহিত্য ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর, ২২ আপডেট : ২২ অক্টোবর, ২৪

শব্দ কোনো বাধা নয় 

হাসুক ওরা করুক জয়।

ভালোবাসার এই স্লোগানকে মনে ধারণ করে

বৃদ্ধ বাবা মা'কে পালন করো সন্তানের মতোই করে। 

তবু শেষ বলে শব্দ নেই বাবা মায়ের প্রতি

অঙ্গে ক্ষতি লাগে জ্বালা কিছু বউয়ের কথা।

তবে দ্বিধা দ্বন্দ্ব ভুলে একসঙ্গে জড়াই ভবিষ্যতে 

পরিবারের মায়ার বন্ধন পথ আঙিনায়।

শব্দের ভাঁজে ঝরে কত হাসি মিলিয়ে 

প্রেম হোক শুদ্ধ বেচাকেনা রাতের গভীরে। 

ছায়া বরণে রাখি বৃদ্ধ বাবা মা'কে শ্রদ্ধা ও ভালোবাসায়

ডুবন্ত মন ছুঁয়ে যাক অনন্ত মন অঙ্গনে।

শব্দে আবেগ সুখ জড়ানো ধূলো কর্ণা

আমার জীবনে থাকুক বৃদ্ধ মা বাবা'র দোয়া। 

বিচ্ছেদ চাইবো না সংসার শব্দে 

তবে তোমার হাসি মাখা ঠোঁটের পরশ চাইবো। 

সময়ের সঙ্গে রাখবো আমি তোমাকে 

তবে সঙ্গে থাকবে বৃদ্ধ আমার বাবা মা।

আঁচল বিছিয়ে রাখো তোমার হাতে 

ভালোবাসার এই স্লোগান সামনে রেখে। 

শব্দ কোনো বাঁধা নয় সংসার জীবনে 

সন্তান হাসুক ওরা করুক জয়। 

তুমি আছো বলেই আমি বেঁচে রই

 সন্ধানে রবো তুমি আমি বৃদ্ধ এই ধরণে।

তবে ভুল করো না জগৎ সংসারে

ভালো আচরণ করো তুমি বৃদ্ধ বাবা মাযের সঙ্গে!!!

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর