শফিক ক্লাস ৫ম শ্রেণির পড়াশোনা করে লেখাপড়ায় ও খুব ভালো ক্লাসের মেধাবী ছাত্র বটে।বাবা মায়ের একমাত্র ছোট ছেলে সবাই ওকে একটু বেশি আদর- সোহাগ করে।শফিকের বাড়ি থেকে তার বিদ্যালয় প্রায় আধ মাইল কিন্তু ও কখনো স্কুল পালায়নি ও সারাক্ষণ শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকত। আর নিয়মিত স্কুলে যেতো আর বিকেল বেলা বন্ধু দের সাথে খেলাধুলা করে। এই বছর বর্ষাকাল তাই শফিক তার বাবার কাছে লাল টিপ ছাতা এনে দেয়ার জন্য বায়না ধরে অবশ্যই তার বাবা বাজার থেকে একটি লাল টিপ ছাতা এনে দেন। আহ! শফিকের মনে কি আনন্দ। শফিক প্রতিদিন তার লাল টিপ ছাতা খানি মাথায় দিয়ে স্কুলে যায় আর যত্ন করে ছাতাটি রাখে। আজকে আকাশ মেঘলা তার পর ও শফিক তার লাল টিপ ছাতাখানি মাথায় স্কুলে যায় কারন যদি আবার হঠাৎ বৃষ্টি আসে। স্কুল থেকে ফেরার পথে প্রবল ঝড়ে শফিকের ছাতাখানি বাতাসে উড়িয়ে নেয়। কান্না ও অশ্রুস্নাত বাড়িতে আসে অবশেষে তার বাবা তার জন্য আরেক খানা লাল টিপ ছাতা এনে দেন। এতে শফিক খুব খুশি হন। কিন্তু প্রবল ঝড়ে উড়িয়ে নেয়া ছাতার কথা আর কখনো ভুলবে না।
লেখক/ কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা।
প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।