সাহিত্য

এস.বি শাহ সিয়ামের কবিতা

সাহিত্য ডেস্ক

সাহিত্য ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর, ২২ আপডেট : ২২ অক্টোবর, ২৪

কার কাছে আজ বলবো

মনের দু'খান কথা,

কেউতো এখন রাখেনা কথা 

দেয় যে শুধু ব্যথা।

কার কাছে আজ চাইবো

ন্যায্য ন্যায়ের বিচার,

যার কাছে চাইবো বিচার 

তার নেই ঠিক আচার।

কার কাছে আজ চাইবো

শতেক টাকা ধার, 

সবাই তো আজ করছে বেশ

সুদের কারবার। 

কার সাথে আজ বলবো কথা 

সবাই ব্যস্ত মোবাইল নিয়ে, 

আগের মতো আর হয়না আড্ডা 

দিন কেটে যায় মোবাইল দিয়ে।

(ইটনা, কিশোরগঞ্জ) 

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর