সবার প্রিয় শরৎ ঋতু
বর্ষা পরেই আসে,
ভোরের শরৎ পদ্মফুলে
মিটমিটিয়ে হাসে।
ঘাসের ডগায় শিশির কণার
বিন্দু বিন্দু জল,
সূর্যালোকে হিরকের ন্যায়
করে যে জ্বলমল।
নীল পরীরা ঘুরে বেড়ায়
সাদা মেঘের ভেলায়,
নদী তীরের কাশফুলেরা
মেতে ওঠে খেলায়।
কেয়া কেতকীর ফুলের শোভা
জাগায় শিহরণ,
শেফালীরো মৌ মৌ গন্ধ
মুগ্ধ করে মন।
শরৎ রূপের রঙ্গমঞ্চের
নেইতো কোনো জুড়ি,
সবুজ শ্যামল প্রকৃতি তাই
প্রাণটা খুলে ঘুরি।
প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।