সাহিত্য

মেয়ের অদ্ভুত হাসি

মোঃ মনির সরদার

সাহিত্য ডেস্ক

সাহিত্য ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর, ২২ আপডেট : ০৩ ডিসেম্বর, ২৪

নির্ঘুম ভাঙা রাতে তোমাকে তাকিয়ে দেখেছি 

তোমার ঐ লাল লিপস্টিক মাখা ঠোঁটের কমল হাসি।

যতই তোমার গোলাপি রাঙা ঠোঁটের জীবন্ত হাসি দেখি

ততই মুগ্ধ হয়ে তোমাকে ভালোবাসি। 

শরতের কাশফুলের হাসিতে প্রতিটি মানুষ ভীষণ মুগ্ধ হয়

ঠিক তেমনি আমিও তারচেয়ে বেশি তোমার হাসিত আপ্লূত হই।

তুমি যতই দুরান্ত হও হাওয়ার গতিবেগ ঘণ্টায় 

আমি ততই তোমার প্রেমে পড়ে মন হারাই আবেগ অনুভবে।

তবে তুমি বুঝতে চাওনি কথার ভাঁজে নিয়ে গেলে অন্য গল্পে

জীবন্ত হাসি আত্মার সৌন্দর্য রূপ রহস্যের হৃদয় জুড়ে। 

অদ্ভুত ভালোবাসা মিশিয়ে এইভাবেই তুমি মন ছুঁয়ে যাও 

তবে আমি তোমাকেই ভালোবাসি অংশ অঙ্গণে।

আমি জানতে চাই না তুমি ভালোবাসো কি-না  আমাকে

যদি সুযোগ বুঝে বলে দাও ভালোবাসি তোমাকে। 

তবেই আমি তোমার হয়ে থাকবো সারাক্ষণ 

অস্থির তৃপ্তির ডুব নেই যে তোমাকে ছাড়া অনুবাদে।

অচিনা এক মেয়ের অদ্ভুত হাসি এসে মন নিয়ে গেলো 

আমি শুধুই তার হাসির দিকে তাকিয়ে দেখলাম।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর