সাহিত্য

শিশির ভেজা ভোর

মোহাম্মদ মুজিবুল হক

পারভেজ হুসেন তালুকদার

পারভেজ হুসেন তালুকদার

প্রকাশ : ০৮ নভেম্বর, ২২ আপডেট : ২২ অক্টোবর, ২৪

উত্তরে বয় ঠান্ডা হাওয়া

নামছে বুঝি শীত, 

কনকনে শীত লাগলে গায়ে

গাইবো শীতের গীত।

সূর্য্যি মামা ঢাকা আছে

যায় না দেখা মুখ, 

কুয়াশা ভেদ করে উঠলে

মিষ্টি রোদে সুখ।

গাছের পাতা ঝরে পড়ে 

মর্মর যেনো রব,

পাতা ঝরা গাছ মনে হয়

মরে গেছে সব।

টাপুরটুপুর ঝরে শিশির 

যেনো বৃষ্টির রূপ,

জুবুথুবু সব পাখিরা

হয়ে আছে চুপ।

সূর্য উঠলে দূর হয়ে যায়  

শিশির ভেজা ভোর,

শীতের সকাল সদা টানে 

পাগল এই মন মোর।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর