পৃথ্বী জুড়ে স্মৃতি শুধু কত স্মৃতি মনে,
কত স্মৃতি ইতি হলো ফেলে আসা ক্ষণে।
কত স্মৃতি গীতি হয়ে সময়েরই সাথী,
কত স্মৃতি নিতি নিশে আঁধারিতে বাতি।
নয়নেরই ঝরা জলে ভাবি মনে মনে,
কত স্মৃতি পরাজিত জীবনেরই রণে।
ধমকানো হাওয়া বুঝে জেনে নিও তিথি,
পরাজিত স্মৃতিগুলো ভাবি আমি নিতি।
প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।