সাহিত্য

কবিতা: হেমন্তের সকাল

মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী

সাহিত্য ডেস্ক

সাহিত্য ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর, ২২ আপডেট : ২২ অক্টোবর, ২৪

সকাল বেলায় কৃষক ভাই

ধান ক্ষেতে যায়,

সোনালী ফসল দেখে যেন

বেশ আনন্দ পায়।


আমন ধান কাটছে মাঠে

কৃষক শ্রমিক ভাই, 

গলায় গান ধরেছে কৃষক

মনে আনন্দ তাই। 


কাঁধে তুলেই আনছে ধান

আনছে নিজের বাড়ি,

মাঠের ধান আনতে সবাই 

ব্যস্ত নর নারী।


ঢেঁকির মাঝে ভানছে ধান

বাদ পড়েনি কেউ, 

পিঠা পুলি তৈরীতে ব্যস্ত 

গায়ের নতুন বউ, 

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর