সাহিত্য

কবিতা: মাতাপিতা পরম ধন

মোহাম্মদ মুজিবুল হক

সাহিত্য ডেস্ক

সাহিত্য ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর, ২২ আপডেট : ২১ নভেম্বর, ২৪

এতো খোঁজাখুঁজি তবুও

আপন কেহ নয়,

মাতাপিতাই বড়ো আপন

প্রীতি দিয়ে রয়।

সকল প্রীতির ভাটা আছে

হয়ে যাবে শেষ, 

মায়ে বাপের আদরস্নেহ 

অটুট থাকে বেশ।

বয়স বাড়লে তাঁদের ঘটে

কর্মশক্তির ক্ষয়, 

সেবা যত্ন করে তাঁদের 

দুঃখ করো জয়।

মাতাপিতার সেবা করা

হোক সন্তানের পণ,

তাঁদের মনে কষ্ট দিলে

খোদা বেজার হন,

বাবা মায়ের দোয়া হলো

সবচে' বড়ো ধন,

এমন ধনে ধন্য সন্তান 

সুখে কাটে ক্ষণ।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর