সাহিত্য

চোখ

অধরা আলো

সাহিত্য ডেস্ক

সাহিত্য ডেস্ক

প্রকাশ : ০৭ অক্টোবর, ২২ আপডেট : ২১ নভেম্বর, ২৪

চোখ! অনবদ্য অঙ্গের এক স্ফুলিঙ্গ! 

শ্রেষ্ঠত্বের বিশালতায় বিধাতার 

অপূর্ব দান।

প্রকৃতিও হার মানবে প্রেমময় ঐ চোখের অপার মুগ্ধতায়। 

বিমূর্ত রূপের মূর্ছনায় হারিয়ে যাওয়া সর্বনাশী হলো চোখ। কখনো যেন শিকারী বন্দুক। কতো প্রেমপাগল বুকে মারছে গুলি এ চোখ।

ওভাবে তাকিওনা, অবলোকন করোনা সূর্যের সৌন্দর্য্য, সেও তোমার চাহনিতে গ্রাস হবে। 

বিধ্বস্ত অক্ষির আর্তনাদে ম্লান হয়ে যাবে তোমার ঐশ্বর্যময়  আলো। 

ঐ নয়ন কার্ণিশের বিন্দু বিন্দু জলে, ভালোবাসার অতল গহ্বরে তলিয়ে যাবে সহস্র পাঁজর।

প্রবল আবেগে ছুটে চলা, পরাগে মুখরিত বাগিচা, ভ্রমরের গুঞ্জনে বইবে প্লাবন।

অজস্র হস্ত যুগল হাত বাড়াবে মুছে দিতে আঁখি ছলছল জল।

প্রেমের উঠোন হবে রঞ্জিত, চোখের তারায়।

নির্বাক দৃষ্টিতে অসংখ্য কাব্যের ভাষা হবে আত্মাহারা! 

- অধরা আলো

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর