স্বাধীনতা খর্ব,,,
স্বাধীনতা খর্ব।
আজ মানবতার মুক্তির ধর্ম
বৈশিক স্বার্থের কর্ম।
তোকে কে দিয়েছে অধিকার
মহা স্বাধীনতা কেড়ে নেওয়ার
আজ,,,,
স্বাধীনতা কি তোর বাপদাদার
একার অধিকার,
নাকি বাংলার জনগণের
সবার অধিকার।
আজ বাংলা কি স্বাধীন
নাকি পরাধীন।
বুঝে আসে না আমার
বুঝতে হয় দ্বিধাহীন।
আজকের এই দিনের জন্য
কৃষক শ্রমিক নম্রজনতা
সংশপ্তক যুদ্ধ করেছে -
ভুলে গিয়ে সব জড়তা।
তারা ছিলো পরাধীনতাই
হাজার বছর ধরে
চেয়েছিল তাই একটু স্বাধীনতা
স্বার্থের থেকে কেড়ে।
তাদের মাতা ভগ্নী দিয়েছে
সিঁথির সিদুর মুছে।
প্রেরনা দিয়েছে, সাহস দিয়েছে মুক্তি যুদ্ধে যেতে।
তারা চিন্তা করে নি জীবন দিলে
পাবে কি স্বাধীনতা
না,,,,,,,,,,,,,,,,,,,কি কেড়ে নিবে ঐ রাক্ষুসেরা।
তারা ভেবেছিলো জীবন দিয়ে রুখবে, তারা রাহুর দুষ্ট গ্রাসে
স্বাধীনতা রেখে যাবে প্রজন্মের মাঝে।
তাদের চিন্তা আজ ব্যর্থ
জাগো বাঙালির আবার জাগো
পূর্ব পুরুষের ন্যায়
৯৬ হাজার গ্রাম রক্ষা করো
মুছে ফেল সব অন্যায়
রক্ষা করো নিজের জীবন
নিজের অধিকার
চাদোয়ার নিচে বসে না থেকে
ছাড়ো বিদ্রোহের হুংকার
যদি দিতে হয় আবারও প্রাণ
তবু দিয়ে দাও।
স্বাধীনতা রক্ষা করে
তবেই পৃথিবী ছেড়ে যাও।
প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।