আমার একটা তুমি আছো, জানে নাতো কেউ
বক্ষ মাঝে জমে শুধু চাপা কান্নার ঢেউ।
না চাইতেই তুমি আস সুখ পাখিটা কই?
সুখ পাখিটা ধরতে গিয়ে তোমায় শুধু পাই।
যত ভাবি তোমায় আমি করে দিবো পর,
তুমি শুধু আঁকড়ে ধরো সকাল দুপুর রোজ।
দাওনা ছুটি! এবার আমায় চাই প্রশান্তি
তোমায় ছেড়ে আনন্দ আর হৈ- হুল্লোড়ে মাতি!
কেনো তুমি রাত প্রহরে ভীষণ এসে পুড়াও?
সারাদিনও কাজের মাঝেও চুপটি করে কাদাঁও।
আমার সাথে তোমার কেনো এত শত্রুতা?
আমায় ছাঁড়তে তোমার কেনো এত মৌনতা,
চাচ্ছি তোমায় মুক্তি দিতে উন্মোচিত দ্বার,
কস্ট তোমার নাম দিয়েছি তাই কি এত অভিসার।
প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।