সাহিত্য

আল জাবির আহমেদ এর কবিতা : বুঝবে সেদিন খুজবে

আল জাবির আহমেদ

আল জাবির আহমেদ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২২ আপডেট : ২২ অক্টোবর, ২৪

 

আল জাবির আহমেদ 

যেদিন আমার অভাব তোমায় জল ঝড়াবে চোখে 

সেদিন তুমি বুঝবে প্রিয় খুঁজবে সেদিন খুঁজবে,

যেদিন বনে ফুল ফুটিবে

কাশফুলেরা দোলবে দোলে

সেদিন তুমি বুঝবে 

খুঁজবে সেদিন খুঁজবে ।

যেই প্রভাতে গানের পাখি গাইবে যখন সুরে

ঝলমলে রোদ পড়বে যখন বাড়ান্দাটা জুড়ে ,

মন পুড়িবে সই গো তোমার 

ভাসবে চোখে স্মৃতির মিনার 

সেদিন তুমি বুঝবে ,

নিথর হয়ে দীর্ঘশ্বাসে 

খুঁজবে সেদিন খুঁজবে ।

শিউলি যখন ফুটবে বনে সখিরা সব ছুটবে 

যে যার সাথীর আদর যখন ইচ্ছে মতো লুটবে ,

সই গো তোমার প্রাণের মাঝে 

আমার কথা উঠবে 

খুঁজবে সেদিন খুঁজবে ,

কতই আপন ছিলাম আমি 

বুঝবে সেদিন বুঝবে।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর