সাহিত্য

মোহাম্মদ মুজিবুল হক এর কবিতা : সুখের নাগাল

মোহাম্মদ মুজিবুল হক

সাহিত্য ডেস্ক

সাহিত্য ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২২ আপডেট : ২২ অক্টোবর, ২৪

সুখের জন্যে কতো জনে

লড়ছে দিবা যামী, 

সুখ পাখিটা সত্যি যেনো

সবার চেয়ে দামী। 

এহেন সুখের জন্য সবাই

করছে সদা দ্বন্দ্ব, 

দ্বন্দ্ব থেকে হচ্ছে বিবেক

স্বার্থ মোহে অন্ধ।

অন্ধ বিবেক করছে সদা

বিমুখ আপন জনে, 

মাতা পিতা ভগ্নি ভ্রাতা 

ফারাক সবার সনে।

সুখের খোঁজে মগ্ন থাকলে

দুঃখ দেয় যে নাড়া,

পরের হিতে করলে কর্ম 

সুখের পাবে সাড়া।

ভবের মাঝে সুখের সাড়া

নেই যে আত্ম সুখে, 

সুখ পাখিটা ধরতে পারবে

কাঁদলে পরের দুখে।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর