সাহিত্য

মোঃ রায়হান ইসলাম এর কবিতা : তোমাকে দেখার সাধ অপূর্ণ

মোঃ রায়হান ইসলাম

সাহিত্য ডেস্ক

সাহিত্য ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২২ আপডেট : ২২ অক্টোবর, ২৪

তোমাকে দেখার সাধ অপূর্ণ

মোঃ রায়হান ইসলাম

যত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণ

তুমি বসন্তের আগমনী বার্তায় উজ্জ্বল এক দৃশ্যের দৃষ্টিনন্দিত নক্ষত্র

আমি সীমাবদ্ধ, আমার সকল নিঃসঙ্গতায় তোমায় করেছি আবদ্ধ।


যত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণ

তুমি ভোরের উদীয়মান রবির আলোক রশ্মির মতো প্রোজ্জ্বল

আমি বাকরুদ্ধ, তোমার বোবা চাহনিতে, অত:পর

তোমার মায়াবী চোখের হরিণী মায়ার আলোকসজ্জায়।


যত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণ

তুমি সুবাসিত আলোড়ন প্রজাপতির ডানার মতো উদ্ভাসিত এই বসুধায়

আমি অবরুদ্ধ, তোমার ছল দৃষ্টিসীমানার মহা প্রাচীরে।


যত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণ

তুমি প্রকৃতির মৃত্তিকার উদ্যানের সুগন্ধ কখনো বকুল

আমি কারারুদ্ধ , তোমার ভালোবাসা হীনতার অসুখের অনলে পুড়ে।


তোমাকে দেখার অসুখের অনলে

আমার স্বেচ্ছায় মৃত্যু হোক , অতঃপর

মৃত্যু হোক প্রত্যেক সেকেন্ড, মিনিট, ঘন্টার , প্রতিটি মুহূর্তের !

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর