সাহিত্য

ইছাহক আলীর কবিতা : একুশের কথা

সাহিত্য ডেস্ক

সাহিত্য ডেস্ক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২২ আপডেট : ২১ নভেম্বর, ২৪

 একুশের কথা

ইছাহক আলী

৪৭ শে হইলো দেশ ভাগ 

বাঙালি জাতি পেলো না মুক্তির স্বাদ। 

অবশেষে ৫২ এর ভাষা আন্দোলন 

বাঙালি জাতির মুক্তির সনদ

তাই বলি,,,,

 একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি

বাঙালী জাতির মুক্তির তারিখ মুক্তির তারিখ।।। 

পাকিস্তানি শাসক গোষ্ঠীর কথা, 

উর্দূ মোদের হবে রে রাষ্ট্র ভাষা বাঙালি তোরা দিছ না মোদের  বাঁধা। 

প্রতিবাদে বীর বাঙালির কথা,,,,,,, 

মোরা সাহসী বাঙালি 

মোরা রক্ত দিতে আছি রাজি

মোরা মানি না তোদের দাবি 

মোরা এক কথায় দিতে পারি ৭ কোটি প্রাণ,,,,,,,,,

মোরা আবার নিতেও পারি তোদের জান

তাই বলি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি,, বাঙালি জাতির মুক্তির তারিখ মুক্তির তারিখ

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর