জীবনের গতিপথ বদলে নেবার ইচ্ছা সকলেরই হয়।
আমরাও এর চেয়ে ব্যাতিক্রম নই।
এই ক্ষুদ্র জীবনের সফর পৃথিবী ব্যাপী হওয়া উচিত।
জীবনের পরিধি যেখানে বৃত্ত কে হার মানায়,
কিন্তু পরিশেষে পরিধি 2πr কে সমর্থন করে ।
হ্যাঁ এটাই জীবন, তার নিজস্ব বৃত্তে ঘুরপাক খাচ্ছে।
নিজের অজান্তের বিরুদ্ধে রিট খারিজ হচ্ছে মনের হাইকোর্ট এ।
কখনো কখনো আত্মহত্যার মতো স্বপ্নহত্যা হচ্ছে অরিরত।
জীবনের প্রতি ক্লান্তিকর মূহূর্ত বদলে যাচ্ছে দৃঢ় স্বপ্নে।
বিশ্বাস করুন নিজের স্ট্যাটাসে মানুষ স্বপ্ন দেখে না।
জীবনের প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি মানুষ কে স্বপ্নবাজ বানায়।
বাউন্ডুলে মানুটা হয়ে ওঠে খুব বেশি সিরিয়াস।
বিশ্বাস করতে পারে বলেই তারা ফের পিছিয়ে নেওয়া জীবনে,
সুখের উল্লাসে কাঁপা গলায় বলতে পারে ভালো আছি।
বারে বারে গ্রামারট্রিক্যাল না পারা ছাত্র বিসিএস এ প্রথম সারির রাষ্ট্র দূত।
বিশ্বাস করুন দীর্ঘমেয়াদি পরিকল্পনা এক দৃঢ় অবস্থান দেয়।
জীবনের বাঁকে বাঁকে কামনা জন্মায়।
নিরবধি কর্ম এবং বিশ্বাস নিয়ে যায় এক অনন্য শিকড়ে।
তাই আসুন বিশ্বাস করি আমিও পারব।
প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।