শিক্ষাঙ্গন

চট্টগ্রাম মেডিকেল কলেজে সি পি আর এন্ড ফার্স্ট এইড ডেমন্সট্রেশন অনুষ্ঠিত

শেখ নেছারুল ইসলাম

শেখ নেছারুল ইসলাম

প্রকাশ : ২৯ আগস্ট, ২২ আপডেট : ২২ অক্টোবর, ২৪

বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের এক্সট্রাকারিকুলার দক্ষতা বিকাশে সহায়ক স্বেচ্ছাসেবী সংগঠন আইএফএমএসএ বাংলাদেশের উদ্যোগে কো ভিডের পর এবার প্রতি বছরের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে  "ইমার্জেন্সি মেডিকেল ট্রেইনিংঃ সি পি আর এন্ড  ফার্স্ট এইড ডেমন্সট্রেশন "-প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে গত  ২৫শে আগস্ট, বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৷ ভেন্যু - নিউ কনফারেন্স হল। 

এবারের ইভেন্ট যথাসম্ভব ইন্টার এক্টিভ রাখা হয়েছে ৷ আমাদের ইভেন্টের অন্তর্ভুক্ত ছিল :

  • লেকচার অন ইমার্জেন্সি মেডিকেল ট্রেইনিং 
  • আইডিয়াল ফার্স্ট এইড বক্স ডেমন্সট্র‍্যাশন 
  • ইমার্জেন্সি মেডিকেল টিম ফরমেশন 
  • সিপিআর সেশন 
  • এটিএলএস প্রটোকল 
  • Wound ম্যানেজমেন্ট ডেমন্সট্র‍্যাশন 
  • হ্যান্ডস অন ব্যান্ডেজ 
  • আইডিয়াল ড্রেসিং 
  • সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট ডেমন্সট্র‍্যাশন 
  • ফার্স্ট এইড ম্যানেজমেন্ট অন- হেড ইনজুরি 
  • স্পাইনাল ইনজুরি 
  • ফ্র‍্যাকচার & স্প্রেই বার্ন এন্ড ব্লিস্টার 
  • হেমোরেজ এন্ড এপিস্ট্যাক্সিস
  • ড্রাওনিং
  • চোকিং
  • স্নেকবাইট 

এছাড়াও আরও একটি ইমার্জেন্সি সিচুয়েশন এর ম্যানেজমেন্ট থাকছে৷ 

আমাদের ফ্যাসিলিটেট করছেন অধ্যাপক ডক্টর মাসুদ করিম স্যার, সহকারী অধ্যাপক ডক্টর রিভুরাজ চক্রবর্তী স্যার, সহকারী অধ্যাপক ডক্টর আহসান স্যার, সহকারী অধ্যাপক ডক্টর রবিউল আলম স্যার, সহকারী রেজিস্ট্রার ডক্টর মামুন মোস্তফা স্যার।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ ডক্টর সাহেনা আক্তার ম্যাম,  , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   ডক্টর হাফিজুল ইসলাম স্যার ,সার্জারি বিভাগীয় প্রধান ডক্টর এম আর খান স্যার, মেডিসিন  বিভাগীয় প্রধান ডক্টর আবদুস্ সাত্তার স্যার ।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন চিকিৎসা ও অস্ত্রোপচারের জরুরী অবস্থা যেমন ক্ষতের যত্ন এবং অস্ত্রোপচারের যন্ত্রপাতি ব্যবহার প্রাথমিক জীবন সমর্থন অগ্রিম ট্রমা লাইফ সাপোর্ট শ্বাসরোধে ডুবে যাওয়া ফ্র্যাকচারের আঘাত এবং রক্তপাতের ব্যবস্থাপনা সম্পর্কে শিখতে পেরে আনন্দিত হয়েছেন এবং সবশেষে একটি কুইজ সেশনের আয়োজন করা হয়েছিল যা সত্যিই অভূতপূর্ব অনুভূতির সঞ্চার করেছে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মনে যার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর