বাংলা মায়ের রূপ
টি এইচ বকুল
পাতা ঝরা শুন্য শাখে,
শুভ্র মেঘের ফুল,
সবুজ আঁচল বাংলা মায়ের,
ভরা নদীর কূল।
শীতল পরশ প্রাণ জুড়ানো,
রাখাল বাঁশির সুর,
ইচ্ছে ডানায় হারিয়ে যায়
মন যে অচিনপুর।
পথের ধারেও ফুল যে ফুটে
নাম না জানা কত,
তার-ই গন্ধে ব্যাকুল ভ্রমর
উড়ে বেড়ায় শত।
গঙ্গা ফড়িং প্রজাপতি
তারাও পাগল পারা,
কি অপরূপ দৃশ্য আহাঃ
হৃদয় হল হারা।
পিচঢালা এই কালো পথে
তাই'তো দাঁড়িয়ে একা,
মধ্য দুপুর নির্জনতা
পথটা শুধু ফাকা।
আকাশ মাটি আলো বাতাস
আমি এবং ছায়া,
গ্রামের পথে বুঝিনি তো
এতো মধুর মায়া।
রচনাকাল : ০৯-০৮-২০২২ ইং
প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।