সাহিত্য

এই সমাজের ফন্দে

আল জাবির আহমেদ

আল জাবির আহমেদ

প্রকাশ : ২৫ আগস্ট, ২২ আপডেট : ২১ নভেম্বর, ২৪

নিত্য আমি পুড়ছি নিরব

এই সমাজের ফন্দে

আসল নকল কোনটা যে কি

সেই চিনিবার দন্ধে ।

কোমল হৃদয় শক্ত সবার 

ন্যায় নীতি নয় গন্য হবার 

নিজস্ব আইন করছে প্রয়োগ 

সুস্থ্য কালা অন্ধে 

এই সমাজের ফন্দে ।

মূল্যটা আজ অনিয়মের 

পক্ষে পাতে শক্তিধরের 

এইতো আজি নিয়ম রে ভাই

যাবো বলো কন্দে

এই সমাজের ফন্দে ।

ফুলের মাঝে গন্ধ না পাই 

গানের মাঝে ছন্দ না পাই

চুষে নিলো কে ? 

সবই নিলো মিষ্টভাষী

প্রয়োগ করে দন্দে 

এই সমাজের ফন্দে ।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর