সাহিত্য

বোরকা কেনো

আল জাবির আহমেদ

আল জাবির আহমেদ

প্রকাশ : ২১ আগস্ট, ২২ আপডেট : ২২ অক্টোবর, ২৪

বোরকাটা পরে হায় 

ফ্যাশনের জন্যে 

হে নয় গা ঢাকা 

কারন টা অন্যে ।

টাইটফিট বোরকাতে

রমনীরা চলে 

দেহ রেখা দেখে হাসে

বাদরের দলে ।

মাথায় তুলিয়া রাখে 

চার তলা বাড়ি 

কপালটা থাকে খালি 

কি যে জমিদারি ।

হাত পা-টা খোলা থাকে

মেহেদীতে আঁকা 

তাই দেখে ফিরে বার

পাশে থাকা কাকা ।

পর্দাটা আজকাল 

আছে শুধু নামে 

বোরকাটা তাই লাগে 

ফ্যাশনের কামে ।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর