সাহিত্য

শেখ মুজিবুর

পারভেজ হুসেন তালুকদার

পারভেজ হুসেন তালুকদার

প্রকাশ : ১৯ আগস্ট, ২২ আপডেট : ২১ নভেম্বর, ২৪

শেখ মুজিবুর শিশুর হাসি সুখের বাঁশি জানি,

শেখ মুজিবুর চির-খোকা শ্রদ্ধাভরে মানি।

শেখ মুজিবুর আমার মাঝে তোমার মাঝে আছেন,

শেখ মুজিবুর ফুল বাগানের ফুলের মাঝে বাঁচেন।

শেখ মুজিবুর বাঙালিদের মনের ইতিহাসে,

শেখ মুজিবুর বিশ্বময়ে অমর হাসি হাসে।

শেখ মুজিবুর মহান নেতা নেই মুজিবের তুল‍্য,

বাংলাদেশের মানুষ জানে শেখ মুজিবের মূল্য।

শেখ মুজিবুর পাখির গানের সুরের তানে মিশে,

শেখ মুজিবুর দিনের রবি চন্দ্র আধার নিশে।

শেখ মুজিবুর সবুজ গ‍াঁয়ের সবুজ স্মৃতির ছবি,

শেখ মুজিবুর দিব‍্যি দেশের স্বাধীনতার কবি।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর