খেলা

বলির পাঠা হলেন মুমিনুল?

Motasim Billah

Motasim Billah

প্রকাশ : ০১ জুন, ২২ আপডেট : ২২ অক্টোবর, ২৪

ক্রিকেটের বনেদি ফরমেট টেস্টে বাংলার ক্রিকেট, টেস্ট জার্সির চেয়েও সাদামাঠা। মলিন হয়ে যাওয়া ফরমেটের রং বদলাতেই ক্যাপ্টেন্সি নিয়েছিলেন বাংলার ব্রডম্যান খ্যাত মুমিনুল হক মিনি।


১৭ ম্যাচের ক্ষুদ্র অধিনায়ক ক্যারিয়ারে ৩জয়, ২ ড্র আর ১২ হার। সাথে ৩ শতক আর মাত্র ৯১২ রান। অধিনায়ক থাকাকালীন সময়ের ব্যাটিং এভারেজ আর ক্যারিয়ার এভারেজের পার্থক্য টা অনেক বেশি।উপরন্তু রোহিত শর্মার পরেই হোম-এওয়ে ব্যাটিং এভারেজ ডিফারেন্স সবচেয়ে বেশি।সাফল্য বলতে গেলে, গত এক দশকের একমাত্র এশিয়ান অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে এওয়ে জয় টাই মনে রাখার মতো।

 তবে কোচিং স্টাফদের দ্রুত রদবদল আর বোর্ড ও খেলোয়াড়দের মধ্যকার দূরত্ব এবং অস্থিতিশীলতা কে ছাপিয়ে তার অফ ফর্মটাই কাল হয়ে দাড়ালো।


ক্যাপ্টেইন্সি পরিবর্তন কতটুকুই ইতিবাচক হয় এখন সেটাই দেখবার বিষয়।

সমহীমায় ফিরতে পারবেন তো মিনি? ফেরাটাই উচিৎ নয় কি? কেননা

"ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্ট"!

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর