খেলা

বড় ভাইরা না থাকলে ওপরে সুযোগ পাবো: লিটন

শেখ নেছারুল ইসলাম

শেখ নেছারুল ইসলাম

প্রকাশ : ২৫ মে, ২২ আপডেট : ২২ অক্টোবর, ২৪

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে লিটন কুমার দাস বলেছেন, এই বছর টেস্টে আমি রান করছি, কততে খেলে রান করেছি? ব্যাটিং অর্ডারে যেখানে আছি ভালো আছি। সুযোগ আসছে আস্তে আস্তে। এখন আমি উপরে ব্যাটিং করার সুযোগ দেখছি না। ব্যাটিং অর্ডারে অধিনায়ক মুমিনুলকে তিন থেকে নামিয়ে দেয়া হয়েছে চারে। দলের সেরা টেস্ট ব্যাটার এবং অভিজ্ঞ মুশফিককে পছন্দের চার নম্বর ব্যাটিং অর্ডার ছেড়ে পাঁচে ব্যাট করতে হচ্ছে। লিটন ওপরে উঠলে তাদের অর্ডার আবার বদলে যাবে। বড় ভাইদের ব্যাটিং অর্ডারে এখন তাই চোখ নেই তার, বড় ভাইরা যখন খেলবেন না, তখন সুযোগ আসবে। সুযোগ আসলে খেলবো। ঢাকা টেস্টে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে দল। ২৪ রানে হারায় ৫ উইকেট। সেখান থেকে ২৭২ রানের রেকর্ড জুটি গড়েন লিটন দাস। সাতে নামা লিটন খেলেন ক্যারিয়ার সেরা ১৪১ রানের ইনিংস। পাঁচে নামা মুশফিক সঙ্গীর অভাবে ১৭৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ওই জুটির সুবাদে দল প্রথম ইনিংসে ৩৬৫ রানের সংগ্রহ পায়।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর