শিক্ষাঙ্গন

ঢাকা কলেজ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

শেখ নেছারুল ইসলাম

শেখ নেছারুল ইসলাম

প্রকাশ : ১৯ এপ্রিল, ২২ আপডেট : ১৯ এপ্রিল, ২২

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আগামী ৫ মে পর্যন্ত ঢাকা কলেজের সকল হল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আজ বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এই ঘোষণা দেয়া হয়। এর আগে সোমবার (১৮ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকে নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে রাতে পরিস্থিতি শান্ত হলেও মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ শুরু হয়। আজিমপুর নিউমার্কেট সড়কে যানচলাচল বন্ধ। এছাড়া আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ঢাকা কলেজের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর