শিক্ষাঙ্গন

ডুকাসের সভাপতি শামু সাধারন সম্পাদক কাফী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ, ২২ আপডেট : ০৬ মার্চ, ২২

ঢাকা বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদের (ডুকাস) এক বছরের জন্য ২৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শাহারুল ইসলাম শামু এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কলিমুল্লাহ আল কাফী। গত শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে এক অনুষ্ঠানে এই নতুন কমিটি গঠন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি উত্তম কুমার রায়, আসাদুজ্জামান রানা, আবুল কালাম ইমন, শানু চন্দ্র রায়, রায়হান হক, যুগ্ম সাধারণ সম্পাদক পপি রায়, রেজাউল ইসলাম, পরিতোষ কুমার, সাংগঠনিক সম্পাদক মমিনুর ইসলাম, শিবলী সাদিক, মানসী সিংহ, দপ্তর সম্পাদক তপু শর্মা, উপ দপ্তর সম্পাদক মুনতাসিন বিল্লাহ, প্রচার সম্পাদক সোহেল রানা সাব্বির, উপ প্রচার সম্পাদক দবিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান, উপ ক্রীড়া সম্পাদক এফ এস রিদয়, অর্থ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান লিমন, উপ অর্থ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আইনুল হক, উপ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক লিটন ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিপন রায়, উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লামিয়া লিমু এবং সদস্য নাজমু আরা সুবর্ণা, জয়ন্ত রায়, মহারাণী রায়, আমাতুল্লাহ ফাতেমা। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদ এক যুগ ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে মাসব্যাপী ফ্রি ক্লাস পরিচালনা করা, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি হতে সহায়তা করা, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাতায়াত খরচ বহন ও থাকা-খাওয়ার ব্যবস্থা করে থাকে। ২০০৮ সালে দিনাজপুরের খানসামার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাঁচজন মেধাবী শিক্ষার্থীর হাত ধরে গড়ে ওঠে ডুকাস। এরপর নানা সামাজিক কর্মকাণ্ডের জন্য সংগঠনটি ২০১৫ সালে সেরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পুরস্কার অর্জন করে। ডুকাসের প্রতিষ্ঠাতারা বলেন, ‘ডুকাস সংগঠনটি মূলত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা প্রতিবছরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাসব্যাপী ফ্রি সেমিনার করে থাকি। আমাদের লক্ষ্য হলো, খানসামা উপজেলার প্রতিটি ঘরে একটি করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী থাকবেন। সবার ঘর শিক্ষার আলোয় আলোকিত হবে।’ ইতিমধ্যে খানসামা উপজেলা থেকে দেশের নামকরা সব বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী পড়াশোনা করছেন বলেও জানান তাঁরা।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর